Junait

Call
বর্তমান নিয়ম অনুসারে একটি জাতীয় পরিচয় পত্র দিয়ে সর্বোচ্চ ৫টি প্রিপেইড সিম রেজিষ্ট্রেশন করা যাবে (সব অপারেটর মিলিয়ে) এবং ১৫টি পোষ্ট পেইড সিম রেজিষ্ট্রেশন করা যাবে (সব অপারেটর মিলিয়ে)। ইচ্ছা করলে এক অপারেটরেরই সব গুলো অর্থাৎ ০৫/১৫ টি প্রিপেইড/পোষ্টপেইড সিম একটি আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে। 
Talk Doctor Online in Bissoy App
Call

যখন প্রথম আঙ্গুলের ছাপের মাধ্যমে সিম নিবন্ধন করা শুরু হয়।তখন নিয়ম ছিল।একটা Nid থেকে 20 টি সিম নিবন্ধন করতে পারবে।কিন্তু বর্তমানের নিয়ম একটা Nid থেকে 5টি সিম নিবন্ধন করতে পারবে।আমার উত্তরটা যাচাই করে দেখবেন।ভুল হলে ক্ষমা করবেন।

Talk Doctor Online in Bissoy App