NID অনলাইনে চেক করতে হলে অবশ্যই স্লিপ নাম্বারটি লাগবে। সেটা ছাড়া চেক করার উপায় নাই।

যদি আপনার ID no জানা থাকে তাহলেও হবে। 

Talk Doctor Online in Bissoy App

হ্যা, পারবেন।

সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে আপনার এলাকার ভোটার লিষ্ট থেকে আপনার ১২ অক্ষরের ভোটার নাম্বারটি সংগ্রহ করুন।

এরপর জাতীয় পরিচয়পত্র তথ্য সেবার হেল্পলাইনে  (১৬১০৩) তে যোগাযোগ করুন এবং ৯ প্রেস করুন। একজন কাষ্টমার কেয়ার রিপ্রেজেন্টিটিভ কিছুক্ষনের মধ্যে আপনার রিং রিসিভ করলে তাকে আপনার স্লিপ হারিয়ে গেছে বিষয়টি জানান।

সে আপনার থেকে আপনার ১২ অক্ষরের ভোটার নাম্বারটি চাইবে। আপনার জন্ম তারিখ চাইবে, অতিরিক্ত হিসাবে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার পিতামাতার ভোটাই আইডি কার্ডের নাম্বারর জানতে চাইতে পারে।

সব কয়টি তথ্য মিলে গেলে সে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার টি নোট করতে বলবে, এভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার পাবেন।


এই নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয়পত্র তথ্যাদী (ছবি সহ) একটি pdf ডাউনলোড নিতে পারবেন এবং প্রিন্ট নিতে পারবেন, এবং আইডি কার্ডের প্রয়োজন হয় এমন সকল কাজ করতে পারবেন।


ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App