SAKENDAR

Call

এটা স্থান ভেদে হয়ে থাকে সাধারনত 600 থেকে 800 নিয়ে থাকে 1MBPS*কোন প্যাকেজ নিয়েছেন তার উপর টাকা নেয় কতোটা ডাউনলোড দিচ্ছেন তার উপর নয়*যেমন 1MBPS 2MBPS মুল্য এক নয়*

Talk Doctor Online in Bissoy App

আপনি ১ এম্বি স্পীড নিলে আপনাকে মাসে ৬০০(+,-) দিতে হবে, এখন মাসে ৩০০ জিবি, না ২০০ জিবি, না ১০০ জিবি ব্যাবহার করবেন সেটা আপনার ব্যাপার।

আর স্পিড ৭৫০ কেবি সেকেন্ড এর কম বেশি হতে পারে, কিন্তু ফুল ১ এম্বি পাবেন না।

তাই মিনিটে ডাউনলোড হবে  সাড়ে চার মেগাবিট এর উপরে প্রায়।

Talk Doctor Online in Bissoy App
NirobAhmad

Call

ওয়াইফাই ডাটা আনলিমিটেড,তাই আপনি লাইন নিলে মাসে যদি এক কেবিও না খরচ করেন তবুও নির্ধারিত বিল আপনাকে দিতে হবে।।

আর ১এমবি=১০২৪ কেবি।

আপনি এক এমিবিপিস স্পিড কানেকশন নিলে

মিনিটে ডাউনলোড করতে পারবেন, ১০২৪÷৮*৬০=৭.৬ এমবি+-

আর ব্রডব্যান্ড মাসিক চার্জ একেক স্থানে একেকরকম।যেমন আমার এলাকায় ২এমবি ৫০০ টাকা।

আবার আমি এমনও দেখেছি যে ৫১২ কেবি লাইন চার্জ ৬০০ টাকা নিচ্ছে।।।

ধন্যবাদ।।

Talk Doctor Online in Bissoy App