শেয়ার করুন বন্ধুর সাথে

জিন আর ফেরেশতা আল্লাহর দুই সৃষ্টি। এদের মধ্যে প্রধান সামঞ্জস্য হল- এরা অদৃশ্য হয়ে থাকতে পারে, আবার প্রকাশ্যেও আসতে পারে। আরেকটা সামঞ্জস্য হল- এদের ক্ষমতা ও শক্তি মানুষের তুলনায় অনেক অনেক বেশি। এদের মধ্যে অনেক পার্থক্য আছে। তন্মধ্যে কয়েকটি হল- ১. এরা ভিন্ন দুই সৃষ্টি। ২. জিনেরা পাপ করতে পারে। কিন্তু ফেরেশতারা তা পারে না। ৩. জিনেরা আল্লাহর অবাধ্য হতে পারে। কিন্তু ফেরেশতারা কখনোই আল্লাহর অবাধ্য হয় না। ৪. জিনদের মধ্যে কাফির মুসলিম সব আছে। কিন্তু ফেরেশতারা সবাই মুসলিম। ৫. জিনদের পুরুষ মহিলা আছে। কিন্তু ফেরেশতাদের নেই। ৬. জিনদের স্ত্রী সন্তান আছে। কিন্তু ফেরেশতাদের তা নেই। ৭. জিনরা দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত থাকে। কিন্তু ফেরেশতারা সব সময় রুকু, সিজদা, আমলনামা লিপিবদ্ধ করা, দোয়া করা ইত্যাদি ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। এছাড়াও আরো অনেক পার্থক্য আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ