যখন বৃষ্টি হয় + বজ্রপাত হয় তখন বৃষ্টিতে ভিজলে।
শেয়ার করুন বন্ধুর সাথে
FrSohan

Call

পানি তড়িৎ পরিবাহী নয় [ H2O ]। তবে পানিতে বিভিন্ন ধাতব লবন দ্রবীভূত থাকে বলে প্রাকৃতিক পানিগুলো তড়িৎ পরিবাহীতা প্রদর্শন করে। তবে তার জন্য যথেষ্ট শক্তিশালী ও বিচ্ছিন্ন আয়নিক পানি সরবরাহ করতে হবে। বিদ্যুৎ সবসময় সংক্ষিপ্ত পথে চলতে পছন্দ করে। তাই বজ্র সরাসরি ভূমিতে চলে যায়।আরেকটু পরিস্কার করা যাক -পৃথীবির আধান "০", তাই বিদ্যুৎ সবসময় ভূপৃষ্ঠে সংক্ষিপ্ত পথে চলে যাবে। কিন্তু যদি আপনি বজ্র ও ভূমির মাঝে সংক্ষিপ্ত পথে থাকেন, তাহলেই বিদ্যুৎ আপনার শরীরকে পথ হিসেবে ব্যবহার করবে এবং আপনি শক খাবেন। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ