FrSohan

Call

ক্যামেরা পিক্সেল বেশি হলেই যে ক্যামেরা ভালো হবে এমনটা ভূল ধারনা, লেন্স এর সেন্সর এর উপর কোয়ালিটি নির্ভর করে,  সেন্সর আকারে কিছুটা বড় ও শক্তিশালী হলে, পিক্সেল কম হলেও কোয়ালিটি ভাল হয়। 

সব এন্ডরয়েড ফোন স্লো হয় না। ভাল চিপসেটের ফোন কখনো স্লো হবে না (ফার্মওয়্যারও আপডেট থাকতে হবে)। লুমিয়া তে কোয়ালমন স্ন্যাপড্রাগন এর চিপসেট ব্যবহার করা হয় (অনেক ভালো) অন্যদিকে বেশিরভাগ এন্ডরয়েড মিডিয়াটেক চিপসেট ব্যবহার করে ( তুলনা মূলক ভাবে কোর বেশি হয়, সস্তা ও নিম্নমানের)

আর আপনার ফোনে যে ৬ জিবি ইনস্টল দেখাচ্ছে সেটা এপ ডাটা সহ। মূলত আপনার ফোনে হয়ত ৫-৭ শ মেগা র্যাম ব্যবহৃত হয়েছে। (সঠিক এমাউন্ট জানতে উইন্ডোজ স্টোর থেকে C Cleaner বা  অন্য কোন র্যাম অপটিমাইজার এপ ইনস্টল করে নিন) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ