আপনার ১ম প্রশ্নানুসারে যদি গণিতে ৭ নম্বর বেশি পেত তবে বাংলা তে প্রাপ্ত ৮৮ হতে ১০ নম্বর বেশি পেত অর্থ্যাত্‍ ৯৮ হত ।চিন্তা করুন বাংলা হতে ১০ বেশি অর্থ্যাত্‍ ৯৮ হত যদি ৭ বেশি পেত ।অতএব গণিতে প্রাপ্ত নম্বর ৯৮-৭=৯১ আর ইংরেজিতে পেয়েছে গণিত হতে ৪কম অর্থ্যাত্‍ ৯১-৪ =৮৭ অতএব তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফল ৮৮+৯১+৮৭=২৬৬ আপনার ৩য় প্রশ্নানুসারে ১০ কে এমনভাবে দুভাগে ভাগ করতে হবে যেন তাদের পার্থক্য ১ হয় ।ভাবুন যদি ১০ হতে ১ বাদ দিয়ে অর্থ্যাত্‍ ৯ কে দুভাগ করে যেকোনো একটির সঙ্গে ১যোগ করা হয় তবে তাদের পার্থক্য ১ হবে ।তাহলে ৯/২=৪.৫ তাহলে একটি সংখ্যা ৪.৫ আর অপরটি ৪.৫+১=৫.৫ এখন দেখুন যোগফল ৫.৫+৪.৫=১০ আর পার্থক্য ৫.৫-৪.৫=১ আশা করি বুঝতে পারবেন ।আর ২য় অঙ্কটি সমাধানে একটু সমস্যা আছে বলে তা দিতে না পারায় দুঃখিত তবে যদি সমাধান করতে পারি তাহলে দেব ইনশাল্লাহ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১)

বাংলায় পেয়েছে= 88 নম্বর

গণিতে পেয়েছে=88+10-7=98-7=91 নম্বর 

ইংরেজিতে পেয়েছে=(91-4)=87 নম্বর 

সে তিন বিষয়ে মোট পেয়েছে (88+91+87)=266 নম্বর 

উত্তর : 266 নম্বর 

২) 

মনেকরি, 
পিতার বয়স x বছর 
তাহলে দুই মেয়ের বয়স x এর 1/2
                                  =x/2 বছর 
এবং পুত্রের বয়স= 15 বছর 
শর্তমতে,
                    x+x/2+15=95
             বা, (2x+x)/2=95-15
            বা, 3x/2=80
           বা, 3x=80×2
           বা, 3x=160
            বা,x=160/3
            বা, x=53.3333333333  
অতএব, 
পিতার বয়স 53.3333333333  বছর 
বা 53 বছর 4 মাস 

উত্তর : 53 বছর 4 মাস ।


৩)

10 টাকাকে দুই ভাগ করলে হয় 5.5 টাকা এবং 4.5 টাকা ।
যাদের পার্থক্য (5.5−4.5)=1

উত্তর :5.5 টাকা,  4.5 টাকা 



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ