১) ৫ বছর পর ময়নার বয়স হবে ১৮ বছর। সমাধান, দুই জনের বর্তমান বয়সের সমষ্টি ৪০ বছর। ৬ বছর আগে বয়সের সমষ্টি ছিল (৪০- ৬*২) = (৪০-১২) = ২৮ বছর। প্রশ্নমতে, ৪* ময়নার বয়স = ২৮ বছর অতএব ময়নার বয়স = (২৮÷৪) =৭ বছর। সুতরাং ময়নার বর্তমান বয়স =(৭+৬) =১৩ বছর। আবার, ৫ বছর পরে ময়নার বয়স হবে(১৩+৫) =১৮ বছর। ----------------------------------------------------------- ২) প্রথমে মাঠে ৬৭ জন শিশু খেলছিল। সমাধান প্রথমে মাঠের বাইরে গেল ৫ জন। এরপর অন্যত্র গেল ১৭ জন। অতএব মোট কমে গেল (১৭+৫) = ২২ জন। আবার, নতুন আসল ২৫ জন। অতএব, মোটের উপর বেড়ে গেল = (২৫ -২২) =৩ জন। কিন্তু বর্তমান শিশু ৭০ জন। অতএব পূর্বে ছিল (৭০ - ৩)= ৬৭ জন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ