image

রক্ত ভালো রাখার উপায়!

আপনি

কী

জানেন,

রক্ত

কেন

লাল

হয়?

এটি লাল হয় হিমোগ্লোবিন নামক

এক ধরনের প্রোটিনের কারণে।

আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ

আয়রন প্রয়োজন

হিমোগ্লোবিনের মাত্রাকে

ভালো রাখতে। শরীরে

হিমোগ্লোবিনের পরিমাণ কমে

গিয়ে রক্তশূন্যতা হতে পারে।

অস্থিমজ্জা রক্ত কোষ উৎপন্ন

করে। তবে এই কোষ সাধারণত

একটি নির্দিষ্ট সময় পর মারা যায়।

তাহলে কীভাবে রক্ত বৃদ্ধি পায়?

জীবনযাপনের কিছু ধরন এবং কিছু

খাবারের মাধ্যমে রক্তের লোহিত

কণিকা বাড়ে, রক্ত ভালো থাকে।

লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট

বোল্ডস্কাই জানিয়েছে রক্ত

ভালো রাখার কিছু উপায়ের কথা।

১. আয়রন সমৃদ্ধ খাবার খান

হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন

সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন।

হিমোগ্লোবিন তৈরিতে লাল মাংস,

শাক, ডিম,পালং শাক, কচু ইত্যাদি খাদ্য

তালিকায় রাখতে পারেন।

২. ফলিক এসিড

ভিটামিন বি৯ ও ফলিক এসিড লোহিত

রক্ত কণিকা উৎপন্ন করতে সাহায্য

করে। শরীরে এগুলোর চাহিদা

পূরণে পালং শাক, বাদাম, ডাল, সিরিয়াল

এগুলো খেতে পারেন।

৩. ভিটামিন বি ১২

ভিটামিন ১২ সমৃদ্ধ খাবার দাবার লোহিত

রক্ত কণিকা উৎপন্ন করতে সাহায্য

করে। মাছ, ডিম, গরুর মাংসের লিভার,

দুগ্ধ জাতীয় খাবার এই চাহিদা পূরণ

করবে।

৪. সবুজ শাক

সবুজ শাকে রয়েছে আয়রণ,

প্রোটিন, ভিটামিন বি এবং ভিটামিন সি।

এগুলো রক্তের জন্য খুব

ভালো। তাই রক্ত ভালো রাখতে

সবুজ শাকসবজি খান।

৫. কমলা

কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা

বাড়াতে সাহায্য করে। এটি লোহিত

রক্ত কণিকা বাড়াতে সাহায্য করে। তাই

এসব উপকার পেতে নিয়মিত কমলা

খান।

৬. নিয়মিত ব্যায়াম

নিয়মিত ব্যায়াম লোহিত রক্ত কণিকা

বাড়ায় এবং শরীরে অক্সিজেন

ভালোভাবে প্রবাহিত হতে সাহায্য

করে। তাই নিয়মিত ব্যায়াম করা জরুরি।

৭. জীবনযাপনের ধরন পরিবর্তন

জীবন যাপনের কিছু বিষয় রক্তকে

খারাপ করে দিতে পারে। যেমন-

মদ্যপান লোহিত রক্ত কণিকা

উৎপাদনে বাজে প্রভাব ফেলে।

তাই রক্ত ভালো রাখতে এ ধরনের

নেশা থেকে দূরে থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
CChanbadsha

Call

রক্ত ভালো রাখতে হলে পুষ্টিকর ,সুষম খাদ্য আমিষ জাতীয় খাদ্য খেতে হবে পাশাপাশি ব্যায়াম করতে হবে .

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রক্ত ভাল রাখতে হলে বেশি করে শাকসবজি খেতে হবে চর্বিযুক্ত খাবার কম খেতে হবে। এছাড়া প্রতিদিন সকালে নাশতা খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবু রস মিশিয়ে খেলে রক্ত পরিষ্কার ও জীবানুমুক্ত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ