এত পড়া শুনা ভালো লাগে না তাই ডিপ্লোমাতে ভর্তি হতে চাইছিলাম।তাহলে কি ভালো চাকরি ভালো বেতন পাবো
Share with your friends
MdSajjad

Call

আপনি যদি ভাল করে লেখাপড়া করেন তবে অবশ্যই ভাল মানের বেতনের চাকুরি পাবেন ডিপ্লোমাতে পড়েও। 

Talk Doctor Online in Bissoy App

এইস এস সির পর বিশ্ববিদ্যালয়ে পড়াই ভাল হবে ।

এখন ডিপ্লমা পড়তে ৪ বছর লাগবে , আর বিশ্ববিদ্যালয়ে পড়লে এতদিনে অনার্স করা হয়ে যাবে ।  তার পর ডিপ্লমার চেয়ে ভাল বেতনের জব পাবেন আর সার্টিফিকেট তো আছেই।


অন্যদিকে ডিপ্লমায় ও লেখাপড়া কম নয় । ৪ বছরে ৮ সেমিস্টারের ৭ সেমিস্টারে প্রায় ৪৯টি বই পড়তে হবে ।

একেবারে সহজ নয় । বরং মোটামটি কঠিনই।


তারপর ও যেটা ভাল মনে করেন করবেন । আপনার ভবিষ্যৎ সুন্দর হোক ।


Talk Doctor Online in Bissoy App

আপনি চাইলেই এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে পারেন.. হোক সেটা পাবলিক অথবা ন্যাশনাল.. আবার চাইলে ডিপ্লোমাও করতে পারেন.. তফাৎটা বুঝে নেন! বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনাকে ভাল ফলাফল করতে হলে যেরকম কষ্ট করতে হবে তেমনি ডিপ্লোমাতেও ভালভাবে কাজ শিখতে হলে কষ্ট করতে হবে.. আপনি বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট অর্জন করে যে ভালো মানের জব পাবেন তেমন নিশ্চয়তা দিতে পারবেন নাহ্.. আর ৪ বছরের শেষে গিয়ে গিয়ে যদি আল্লাহ না করুক হোঁচট খান তবে ৪ বছর বৃথা যাবে.. আর অন্যদিক ডিপ্লোমা করলে আপনি উন্নতমানের চাকরী না পেলেও ক্যারিয়ার গঠন পারবেন নিশ্চিত যদি আল্লাহপাকের ইচ্ছা হয়! আর যদি চাকরী না করেনও নিজের পায়ে দাঁড়ানোর আশা করতে পারেন সুনিশ্চিতভাবে! সব চাইতে বড় কথা হলো বর্তমান বিশ্ব প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সম্মুখপানে এগিয়ে চলছে.. এ হিসেবে ডিপ্লোমার কোনো জুড়ি নেই.. উত্তরটা আপনার ভালো নাও লাগতে পারে, কারন এটা বাস্তবতাকে সামনে রেখে সম্পূর্ন ব্যক্তিগত অভিমত.. জীবন আপনার, সিদ্ধান্তও আপনার! মনে রাখবেন সঠিক সিদ্ধান্ত উজ্জ্বল ভবিষ্যতের পাথেয় স্বরুপ!

Talk Doctor Online in Bissoy App