আমার ইমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছি এখন কাউকে ইমেল পাঠালে চ্যানেলটির নামটা দেখাছে(FROM:CHANNAL NAME) চ্যানেলটি ব্লক তথা নামটি কি ভাবে সরাবো?
Share with your friends

এক্ষেত্রে আপনি গুগল প্লাস দিয়ে সহজেই নাম পরিবর্তন করতে পারবেন। গুগল প্লাসে নাম পরিবর্তন করলে ইউটিউব, জিমেইলসহ গুগলের সব পরিসেবায় অটোমেটিক নাম পরিবর্তন হয়ে যাবে। এজন্য আপনি মোবাইল ব্যবহারকারী হলে গুগল প্লাসের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করতে পারেন। Edit Profile অপশনে গিয়ে নামসহ অন্যান্য অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। অথবা ব্রাউজার দিয়েও করতে পারেন। তবে অপেরা দিয়ে হবে না। ভালো হবে সেটের ডিফল্ট ব্রাউজার দিয়ে করলে। এজন্য প্রথমে গুগল প্লাসের সাইটে ঢুকুন। এরপর প্রোফাইলে যান। এখানে এবাউট আইকনে ক্লিক করুন। এরপর আপনার নামের ওখানে কলম আইকনে ক্লিক করে ইচ্ছেমত নাম দিন। এরপর কনফার্ম করলেই নাম পরিবর্তন হয়ে যাবে। এবার ইউটিউব কিংবা জিমেইলে ঢুকে দেখুন, নাম পরিবর্তন হয়ে গেছে। ধন্যবাদ!

Talk Doctor Online in Bissoy App