আমার বউ এর মাসিক শুরু হয় প্রতি মাসের ২৮ তারিখে। তাহলে ২৫/২৬/২৭ তারিখে কনডম ছাড়া মিলিত হলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা কত পারসেন্ট? কনডম ছাড়া মিলিত হওয়ার সবচেয়ে সেইফ সময় কখন??
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
আপনি যদি নিশ্চিত থাকেন যে ২৮ তারিখে মাসিক
হবে এবং যদি বাস্তবিক ভাবে ২৮ তারিখেই  হয় তাহলে
২৫,২৬,২৭ তারিখে সহবাস করলে গর্ভবতী হওয়ার
সম্ভবনা নেই। বলতে চাচ্ছি যে ২৫ থেকে ২৭ তারিখের
মিলনের জন্য গর্ভবতী হবে না... নিশ্চিত থাকুন।
মাসিক শুরুর ১ম দিন থেকে  দিনটিই হলো
 প্রথম নিরাপদ দিন।
.
মাসিক শুরুর পর ১ম দিন থেকে ৭ম দিন পর্যন্ত বা মাসিক
শুরু হওয়ার পর প্রথম ৭ দিন আর পরবর্তী মাসিক
 শুরুর আগের ৭ দিন বা মাসিক এর পূর্ববর্তী ৭ দিন
 অবাধ সঙ্গম/মিলন নিরাপদ। মানে, এই সময় মিলন
 করলে সন্তান গর্ভে আসার সম্ভাবনা নাই। গর্ভবতী হবে না।
মাঝের দিন গুলোতে মিলনের জন্য গর্ভধারণ হওয়ার
 সম্ভাবনা আছে।
জেনে রাখা ভালো অনিয়মিতভাবে মাসিক হবার ক্ষেত্রে
 এ পদ্ধতি কার্যকর নয়। 
মাসিক চলাকালীন সময়ে মিলন করা হারাম/স্বাস্থ্যর জন্য
ক্ষতিকর।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
বাচ্চা হওয়ার কোন সম্ভাবনা নেই কেননা মাসিক শুরুর পর প্রথম সাতদিন আর পরবর্তী মাসিক শুরুর আগের সাতদিন পর্যন্ত সহবাস করলে বাচ্চা হবেনা তাই আপনিও নিশ্চিন্তে থাকতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ