বয়স 23 । 5-6 মাস ধরে সপ্তাহে 3-4 বার স্বপ্নদোষ হচ্ছে।লিঙ্গ শিথিল থাকা অবস্থায় স্বপ্নদোষ হয়ে যায় এবং বীর্য খুবই পাতলা । হোমিও প্যাথী ওষুধ খাচ্ছি 2 মাস ধরে কিন্তু কোনো কাজ হচ্ছে না।এটা কি ধ্বজা ভঙ্গের মতো জটিল রোগ? এখন আমার কী করা উচিত?
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

মাসে 4/6 বার সপ্নদোষ হওয়া সাভাবিক।

যা শরিরের জন্য উপকারী।

তবে বেশি মাত্রা বা সপ্তাহে দু বারের বেশি

সপ্নদোষ হলে সমস্যা বলে বিবেচিত হবে।

√√স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে

*মুক্তির পথ ও পদ্ধতির মধ্যে প্রথমটি হল

নিজের খেয়াল ও ধ্যান ধারণাকে সব সময়

পাক সাফ রাখবেন। নিজের মনকে নিজের

আয়ত্বে রাখতে আপ্রাণ চেষ্টা করবেন ।

*শেষ রাতে প্রসাবের বেগ হলেই উঠে প্রসাব

করে 

নিবেন স্বপ্নদোষ রোগে আক্রান্ত ব্যক্তিরা

কোন প্রকার খারাপ চিন্তা মনে আনবেন না।

*প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা

খাওয়ার অভ্যাস করুন।

*আয়াতুল কুরসি পড়ে ঘুমান।

√√সমাধান না হলে হামদর্দের জারনাইড

সিরাপ খেতে পারেন 1 মাস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ