Mdmijankahn

Call

ভাই আপনার ধাতু ক্রয় হচ্ছে। এ রোগ চিকিৎসার মাধ্যমে ভাল হয় তাই একজন যৌন বিষেশগ্ঘ ডাক্তার দেখান।আর সর্বদায় যদি ধাতু বের হয় তাহলে নামাজের আগে ওযু করবেন তারপর নামাজ পড়বেন।আপনার নামাজ শেষ তো ওযুও শেষ।যদিও নামাজে ধাতু বের হয় আপনার নামাজ হবে কারণ আপনি মাজুর ।আর মাজুরের ছন্য ছাড় রয়েছে ইসলামে।হস্তমৈতুনের অভ্যাস থাকলে আজই ছেড়ে দিন।আর যথাসম্ভব পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
লিঙ্গ হতে বীর্য বের হওয়ার পূর্বে যে পানি বের হয় সেটার নাম মযী। মযী বের হলে শুধু অযু ভেঙ্গে যায়, এতে গোসল ফরয হয় না। (সহীহ বুখারী, হাদীস নং- ২৬৯)

আর নামাজের ক্ষেত্রে আপনি বসে আদায় করতে পারবেন তাতেও সমস্যা থাকলে শুয়ে থেকে অথবা ইশারায় পড়তে পারবেন। কিন্তু অতিসত্বর চিকিৎসা করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ