শেয়ার করুন বন্ধুর সাথে

এর আগের আয়াতে কুরআন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই আয়াতের শুরুতে সেই কুরআন নাজিলের কারণ বলা হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুলে ধরা হচ্ছে। অর্থাৎ, এই কুরআন নাজিল হয়েছে— "যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না কর।" এরপর এই কুরআন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে এবং তিনিই তা লোকদের মধ্যে পৌঁছিয়েছেন, তাই তাঁর আগমনের কারণ হিসেবে তিনি বলছেন, "নিশ্চয় আমি তোমাদের প্রতি তাঁরই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদ দাতা।" (সূরা হুদ : ২) এটা রাসূলুল্লাহর কথা হিসেবে উল্লেখ করলেও আল্লাহ তায়ালারই বাণী। আর তিনিই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসেবে নাজিল করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ