MMHRayhan

Call

ইমামের পিছনে পড়তে মুক্তাদির কোনো কেরাতই পড়তে হয়না এমন কি তৃতীয় ও চতুর্থ রাকাতে ও সূরা ফাতিহা পড়তে হয়না,শুধু চুপ করে থাকতে হয়,যদি জাহেরী কেরাত হয় তবে শুনে থাকা ওয়াজিব,অন্যথায় চুপ থাকা ওয়াজিব,অার যখন এক রাকাত বা দু রাকাত ছুটে যায়,তখন ইমামের সাথে বাকী রাকাত ঐ ভাবেই পড়তে হবে যে ভাবে ছুটে না গেলে পড়তে হয়,

অার যাহা ছুটে গেছে যদি এক রাকাত ছুটে তবে এক রাকাতের সূরা পড়বে ছুটে যাওয়া শেষ রাকাতে,অার যদি দুই রাকাত ছুটে যায় তবে দুই রাকাতের সূরা মিলাবে।মনে রাখতে হবে কেরাত দুই রাকাতে মিলাতে হবে চাই যেই কোনো দু রাকাতেই হউক না কেনো,শুধু লাহেক,এবং মুক্তাদীর জন্য সিস্টেম অনুযায়ী হবে নচেৎ একিলা ব্যাক্তীর জন্য কোনো ধর পাকড় নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ