Call

শুধু ফজর নয় যে কোন নামাজ কাজা হয়ে গেলে যে কোন সময় পরা যায় তিন সময় ছাড়া ১ সুর্যদয় ২ সুর্যাস্ত ৩ দ্বিপ্রহর যখন সুর্য মাথার উপর থাকে। আর কাজা নামাজ শুধু ফরজ নামাজের ক্ষেত্রে হয়। ফরজ ছাড়া অন্য নামাজ কাজা হয়না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ঘুম থেকে উঠেই যদি ফজরের কাযা আদায় করেন সে ক্ষেত্রে ফজরের সুন্নত এবং ফরজ কাজা আদায় করতে হবে । যদি জোহরের ওয়াক্তে ফজরের কাজা আদায় করেন সে ক্ষেত্রে শুধুমাত্র ফজরের ফরজ আদায় করতে হবে । তবে কাজা আদয়ের ক্ষেত্রে সকালেই পড়া উত্তম। অন্য কোন ওয়াক্তের সুন্নত নামাজের কাজা নাই । শুধুমাত্র ফজরের ছাড়া। এটাই নিয়ম 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ