আপনি কিন্তু বলেন নি আপনার ল্যাপটপের প্রসেসর ৩২ বিট নাকি ৬৪ বিট। যদি আপনার ল্যাপটপের প্রসেসর ৩২ বিট হয় তা হলে আপনার ল্যাপটপ সর্বোচ্চ ৩.২৫জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করবে। এ ক্ষেত্রে আপনি যত বড় র‍্যামই লাগান বাকি র‍্যাম অব্যবহৃত থাকবে। আর আপনার প্রসেসর যদি ৬৪বিট হয় তা হলে আপনার মাদারবোর্ডের মান অনুযায়ী ৮ জিবি থেকে শুরু করে সর্বোচ্চ ১৯৬ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করতে পারবেন। 

র‍্যাম বৃদ্ধি করলে ল্যাপটপের শক্তি বাড়বে তা সত্যি।

ল্যাপটপের ৮ জিবি র‍্যামের দাম ৪০০০ টাকার মত হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার মাদারবোর্ড এর উপর নির্ভর করবে আপনি কত জিবি র‍্যাম লাগাতে পারবেন। যদি ৮ জিবি সাপোর্ট করে তাহলে লাগাতে পারবেন।

দামঃ আনুমানিক - ৩৮০০ টাকা বা তার কম-বেশী

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ