একটা মেয়েকে ভালো লাগতো।প্রতিদিন ওকে দেখতাম। আরাল থেকে।সামনে আসার শাহস ছিলোনা।প্রায় সময় মেয়েটা আমার দিকে তাকাতো।কিন্তু মুখে কোনো হাসি ছিলোনা।শুধু তাকাতো।আর কিছুনা।এভাবে অনেকদিন যাওয়ার পর অন্য একটা ছেলে তাকে প্রপোজ করে।ছেলেটিকে না করে দেয় এবং মেয়ে তার আম্মুকে বলে দেয়,যে ছেলেটা ওকে বিরক্ত করছে।কিছুদিন পর আমি শাহস করতে না পেরে আমার বন্ধুর মাধ্যমে একটা ছিঠি দিই।আমিও ১৫ থেকে ২০ হাত দূরে ছিলাম।মেয়েটা পরিক্ষার কারন দেখালো বললো নিতে পারবোনা।আবার বললো জার জিনিশ সে দিতে পারেনা?????উত্তরে আমার বন্ধু বলে ও দিলে নিবেন?মেয়েটি বললো অসম্ভব। মেয়েটি কি বোঝাতে ছাইলো?আমি তার সামনে গেলেকি কাজ হবে?আপনার কি মত?আশা করি উত্তর দিবেন।
Share with your friends

মেয়েটি রাজি হবে। আপনি মেয়েটির সাথে কথা বলার চেষ্টা। মেয়েটি যদি বলে যে, আমার এখন পরীক্ষা চলছে বা সামনে পরীক্ষা তাই আমি এখন এসব করব না।  তা হলে আপনি তার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মেয়েটাও মনে হচ্ছে আপনাকে পছন্দ করতে শুরু করেছে। মেয়েদের মন বোঝার উপায় নাই। আপনি হাল ছাড়বেন না কিছুতেই।  কিন্তু আপনি তাকে অতিরিক্ত বিরক্ত করবেন না। যাতে সে বিরক্ত হয়ে আপনাকে ঘৃণা না করে। 

Talk Doctor Online in Bissoy App