বিয়ে করেছি ৪৫ দিন হয়েছে। বয়স-২৬. অনেক ওষুধ খেয়েছি কাজ হচছেনা(হমিওপেতিক).বউ কে ২-৩মিনিট এর বেশি সময় সুখ দিতে পারি না। আমি সাইকেল চালাই, কিন্তু বতর্মানে আমার হাটুগুলো ধরে আসে। সাইকেল চালাতে আনেক কষ্ট হয়। গিয়ার সাইকেল। প্রশ্ন হল এ জন্য কি করব বা কেলসিয়াম টেবলেট খাবো? কেলবো-ডি.? নাকি ডাক্তার দেখাবো? কেলশিয়াম টেবলেটটা কি কোনো ক্ষতি করবে? উল্লেখ্য, আমি রেগুলার রসুন খাচ্ছি।প্রায় প্রতিদিন দুধ, ডিম, হরলিক্স, চিনাবাদাম খাচ্ছি।
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

লোকের কথা না শুনে আপনি একজন

মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ

অনুযায়ী ঔষধ খাওয়া উচিত।


আপনি নিজে নিজে ক্যালসিয়াম ঔষধ না

খেয়ে বরং ডাক্তার কে সব খুলে বলুন, কারণ

আপনার শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা ও

ক্যালসিয়াম ঔষধ খেতে হবে।


তাই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ

গ্রহণ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ