আমরা জানি, রাসায়নিক বিক্রিয়ার ফলে কোন পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না। অর্থাৎ বিক্রিয়া সংঘটনের পূর্বের ও পরের মোট পরমাণুর সংখ্যা সমান থাকে।তাই, পরমাণুর সংখ্যা সমান দেখাতে রাসায়নিক বিক্রিয়াকে সমতাকরণ করা হয়। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন হাইড্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে পানি গঠন করবে। এক্ষেত্রে, বিক্রিয়াটি এভাবে লেখা হলে ভুল হবে: H2 + O2 = H2O. কেননা, বিক্রিয়কে মোট পরমাণুর সংখ্যা চারটি কিন্তু উৎপাদে তিনটি আর আমরা জানি বিক্রিয়ক ও উৎপাদে পরমাণুর সংখ্যা অসমান হতে পারে না। কিন্তু আপনি যদি বিক্রিয়াটি এভাবে লেখেন :2H2+O2=2H2O তাহলে সঠিক হবে।কারণ বিক্রিয়কে মোট পরমাণু ৬টি উৎপাদেও ৬টি যা পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছেন। আরো কিছু জানার থাকলে প্রশ্ন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ