এইটা কি এবং এর সাথে ব্যানের কি সম্পর্ক...???
Share with your friends
Call

COC এ একটি রয়েছে Fix এবং অপরটি রয়েছে X-Mod যদিও দুইটাকে অনেকেই একই মনে করে কিন্তু আসলে দুইটা এক নয়।আসলে X-Mod. মূলত ক্ল্যাশ অফ ক্ল্যানের মতই কিন্তু এতে আপনি ইলেক্সার খরচ না করেই বিভিন্ন এট্যাক দিয়ে অনুশীলন করতে পারবেন। এছাড়াও এই পদ্ধতিতে আপনি আপনি যাকে খুশি তাকে এটাক দিতে পারবেন। আপনার ইচ্ছে হলে গ্লোবালের টপ প্লেয়ারকেও এটাক দিতে পারবেন। যার ফলে আপনাদের সাথে যাদের ওয়ার পরেছে মানে ইনিমি ক্ল্যানের যেকোনো প্লেয়ারকেও অনুশীলন মূলক এটাক দিতে পারবেন যেই এটাক মূল ওয়ার সাথে কোন সম্পর্ক যুক্ত না। কিন্তু আপনি অনুশীলন মূলক এটাক দিয়ে ইনিমি বেসের গোপন জিনিসগুলো ( হিডেন তিসা,বুম,স্প্রিং ইত্যাদি) দেখতে পারবেন এবং কোনটা কোন জায়গাই আছে সেইটা সহজেই বুঝতে পারবেন। আর স্বাভাবিক ভাবেই এইরকম হলে ক্ল্যাশ অফ ক্ল্যানের মূল মজাটা নষ্ট হয়ে যাবে এবং ইনিমি বেসের সব কিছু দেখে ফেললেতো ওয়ার ইনিমি হারবেই। এছাড়াও আপনি কষ্ট না করেই সব কিছু আপডেট করে ফেলতে পারবেন তখন আর মূল ক্ল্যাশ অফ ক্ল্যান খেলবেন না। আর নিশ্চয়উ এটি সুপারসেল চাইবে না। তাই তারা যদি আন্তাজ করতে পারে যে X-Mod ব্যবহার করছে কোন প্লেয়ার তখন তারা ঐ প্লেয়ারকে ব্যান করে দেয়।

Talk Doctor Online in Bissoy App