আপনার কাছে বা আপনার কোনো ফ্রেন্ডের যদি

Computer থাকে তাহলে তার মনিটরটা নিয়ে VGA

Connect করুন যদি আসে তাহলে আপনার মনিটর

নষ্ট হয়েগেছে,আর যদি সেটাতেও না আসে তাহলে

কেবলটা বদলান,বদলানোর পরেও যদি নক আসে

তাহলে আপনার পিসির  VGA Port টা নষ্টো বা

কোনো কারনে নড়ে গেছে বা তার বিচ্ছিন্নো হয়েগেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নিচে VGA সমস্যার কারণ ও প্রতিকার দেওয়া হলঃ


১। VGA ক্যাবলে সমস্যা থাকলে

২। মনিটর খারাপ হলে (যদি মনিটর খারাপ হয় তাহলে মনিটরে আলো বা লেখা আসবেনা)

৩। র‍্যাম নড়ে গেলে বা নষ্ট হলে (র‍্যাম খুলে আবার কানেক্ট করুন)

৪। পাওয়ার সাপ্লাই এ সমস্যা থাকলে (পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবল ক্ষত হলে পিসি অন হওয়া সত্তেও কোনো VGA আসেনা) 

৫। এটি বড় সমস্যা বলা যায় তা হল পিসির VGA স্লট নষ্ট হয়ে গেলে (এটি নষ্ট হলে মেরামত ছাড়া উপায় নেই)

এগুলো চেক করে দেখুন ইনশাল্লাহ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ