★ যেভাবে পালন করবেন বাসর রাত ★ . বাসর রাতের আমল সমূহ ইসলাম ধর্মে বিবাহের মাধ্যমে দুইটি বেগানা নারী-পুরুষের বসবাস ও জৈবিক চাহিদা পূরণের বৈধতা দানের বিষয়টি সব মুসলিম ভাই-বোনেরই জানা। স্বামী তার স্ত্রীর আর স্ত্রী তার স্বামীর জন্য আমানত। একমাত্র বিবাহের মাধ্যমেই দুইটি ছেলে-মেয়ে যৌনক্রিয়ার বৈধ সার্টিফিকেট পেয়ে যায়। তারা যা খুশি করতে পারে! তবে ইসলামের বিধি-বিধান মেনেই। বাসর রাত তাদের প্রথম সাক্ষাতের বিশেষ একটা দিন। তাই বাসর রাতে শুধু যৌন চাহিদা মেটাবার বাসনা করা একদম অনুচিত। বাসর রাতে সেক্স করবেন কি না তা একমাত্র স্বামী-স্ত্রীর ইচ্ছার উপর নির্ভরশীল। সমস্যা না থাকলে বাসর রাতে সেক্স বা সহবাস থেকে বিরত থাকা উচিত নয়। তবে বাসর রাতে আল্লাহর শোকর-গুজার করা উত্তম। বাসর রাতে কিছু আমলও করবেন, রতি ক্রিয়াও করবেন; তাতে ইহকাল ও পরকালের জন্য ভালো। বিয়ের পর প্রথম রাতে আল্লাহর নৈকট্যলাভের সুবর্ণ সুযোগ অবহেলা করবেন না। এজন্য বাসর রাতে আমল করার গুরুত্ব অপরিসীম। অনেক দম্পতিই বলে বাসর রাতে সহবাস করা অনুচিত! আসলে এই কথাটি ঠিক না। কথাটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। বাসর রাতে যে কোন উপভোগের জন্য স্বামী-স্ত্রী পরিপূর্ণ স্বাধীন। তারা সন্তুষ্টচিত্তে যে কোন কাজ করতে পারে। তবে অবশ্যই প্রথমরাত হিসেবে একে অপরের চাহিদার প্রতি লক্ষ রাখা উচিত। বাসর রাতের জন্য স্ত্রী সাজ সজ্জা করতে পারে। 'আহকামে জিন্দেগী' নামের গ্রন্থে বলা হয়েছে, বাসর রাতে নববধু উত্তম সাজে সজ্জিত হবে। স্বামীর জন্য নববধু মেহেদি ব্যবহার করতে পারবে। এছাড়াও অলংকার পরবে এবং সাধ্যমত শরীয়ত সম্মত উপায়ে সেজেগুজে উত্তম পোশাক-পরিচ্ছেদে সজ্জিত হবে। বাসর ঘরে প্রথম সাক্ষাতে স্বামী-স্ত্রী একে অপরকে জানবে; তারপর আল্লাহর সন্তুষ্টির জন্য নামায ও দোয়া পড়ার পর্ব শেষ করে দুজনে যৌন ক্রিয়ায় মিলিত হবে। তবে প্রথমেই স্বামীর উচিত মহর বিষয়ক আলোচনা করে নেয়া। কোন জটিল সমস্যার কারণে তা পূর্ণ আদায় না করে থাকলে স্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নিবে। 'শিরআতুল ইসলাম' কিতাবে বলা হয়েছে, বাসর ঘরে প্রবেশ করে; পুরুষ নববধুকেসহ দুই রাকআত (শুকরানা) নামায আদায় করবে। 'ইমাদাদুল ফাতওয়া' নামক কিতাবে বলা হয়েছে যে, বাসর রাতে স্বামী-স্ত্রী নামায পড়ার পর; স্বামী তার স্ত্রীর কপালের উপরিস্থিত চুল ধরে বিসমিল্লাহ বলে নিম্নের দোয়া পাঠ করবে। বাসর রাতে এই দোয়া পড়া সুন্নাত। বাসর রাতের দোয়াটি হলোঃ ﺍَﻟﻠّﻬُﻢَّ ﺇِﻧّﻲْ ﺍَﺳْﺄَﻟُﻚَ ﺧَﻴْﺮَﻫَﺎ ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺟُﺒِﻠَﺖْ ﻋَﻠَﻴْﻪِ , ﻭَﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّﻫَﺎ ﻭَﺷَﺮِّ ﻣَﺎ ﺟُﺒِﻠَﺖْ ﻋَﻠَﻴْﻪِ , বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা যুবিলাত আলাইহি, ওয়া আউযুবিকা মিন শাররি হা ওয়া শাররি মা যুবিলাত আলাইহি। বাসর রাত নতুন স্বামী স্ত্রীর জন্য বিশেষ রাত। এই রাতে তারা যৌন চাহিদা পূরণ করতে পারে এবং নামায, দোয়া ছাড়াও আরও কিছু আমল করতে পারে। বাসর রাতে আল্লাহর কাছে হাতজোর করে দাম্পত্য জীবনের সাফল্য ও কল্যান কামনা করুন। তারপর না হয় সহবাসে মনোযোগী হবেন। এতে করে স্বামী স্ত্রীর বহুত ফায়দা হবে।

Talk Doctor Online in Bissoy App

বাসর রাত এমন কোন বড় বিষয় নয় আপনি যতটা বড় মনে করছেন যতটা ভয় পাচ্ছেন আসলে কিছুই না। আপনি ওখানে গেলে সব এমনিতেই ঠিক হয়ে যাবে। প্রথমে গিয়ে দুজনে মিলে জামাতের সাথে অথবা আলাদা আলাদা দুই রাকাত নামাজ আদায় করবেন। এবং আল্লাহতালার কাছে দোয়া করবেন তারপরে নিজেদের কথাবার্তা বলতে বলতেই সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। কোন কিছু আপনাকে বলে দিতে হবে না।

Talk Doctor Online in Bissoy App