হ্যাঁ বীর্যপাত ছাড়া কামরসেও প্রেগনেন্ট হতে পারে ।  কেননা কামরসে কিছু পরিমান শুক্রাণু মিশ্রিত থাকে । 

আপনি মাসিক শেষ হওয়ার ৮ দিন পরে সহবাস করেছেন । তারপর ২৬ দিন হয়ে গেছে , অর্থাৎ আপনার গ্রালফ্রেন্ডের মাসিক হয়েছে ৩২ দিন হল। এর মধ্যে যদি মাসিক না হয় তাহলে  আরও ১৩ দিন অপেক্ষা করুন । ৪৫ দিন হোক । তারপর ও মাসিক না হলে টেস্ট করান । আর মাসিক হলে চিন্তার কোন কারণ নেই ।

প্রেগনেন্ট বা অন্য কোন কারণেও মাসিক বন্ধ থাকতে পারে ।

আর প্রেগনেন্ট হলে যদি বাচ্চা নিতে না চান তাহলে এম আর বা গর্ভপাত করাতে হবে ।

এম আর বা গর্ভপাত সম্পর্কে বিস্তারিত এখানে এবং এখানে ।


তবে যদি সম্ভব হয় বিয়ে করে ফেলুন আর বাচ্চাটা রাখুন । আপনাদের ভুলের জন্য বাচ্চা তো দায়ী নয় ।

Talk Doctor Online in Bissoy App

আপনার যখন সন্দেহ হচ্ছে তাহলে প্রেগনেন্সি টেস্ট করান। যদি তখন সমস্যা মনে করেন তাহলে এম এম কিট ঔষধটা খাওয়াবেন সেই দিনেই মাসিক শুরু হবে। তবে বেশী দেরি করবেন না। দ্রুত টেস্ট করান।


Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

ভালো হবে আপনি প্রেগনেস্নি টেষ্ট করান।

Talk Doctor Online in Bissoy App