Call

কোন ঝামেলা ছারায় BPL খেলা দেখুন আপনার এনড্রয়েড ফোনে বৃষ্টি মাথায় নিয়ে শুরু হয়েছে বিপিএল। টানা বর্ষণে এখনও মাঠে একটি বলও গড়াতে পারেনি। তাইতো দেশি-বিদেশি তারকাদের নিয়ে টি-টুয়েন্টির উত্তেজনা এখনও আলোচনার টেবিলেই রয়ে গেছে। আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষায় খেলোয়াড়দের মতোই ক্রিকেটপ্রেমীরাও। খেলা শুরুর আগে আপনিও বিপিএল দেখার প্রস্তুতি সেরে রাখুন। খেলা চলাকালীন সময়ে ঘরের বাইরে থাকলেও সরাসরি দেখার সুযোগ থাকছে স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের। স্মার্টফোনের এ যুগে বাসে কিংবা যাত্রা পথে ফোনের সাহায্যে সরসারি দেখা যাবে বিপিএলের খেলা। তবে ফোনে থাকতে হবে ‘বিপিএল ২০১৬’ নামের অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি তৈরি করে এসএম অ্যাপ ভ্যালি নামে দেশি একটি অ্যাপ নির্মাণকারী স্টার্টআপ প্রতিষ্ঠান। এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো এটির সাহায্যে সরসারি বিপিএলের খেলা দেখা যাবে। সব দল ও সেটির দেশি ও বিদেশি খেলোয়াড়দের নামও জানাবে অ্যাপটি। প্রতিদিন খেলা শুরু হওয়ার আগে পুশ নোটিফিকেশনের মাধ্যমে খেলার সর্বশেষ তথ্য জানতে পারবেন। এতে রয়েছে লাইভ স্কোর দেখার সুবিধা। কোন খেলা কখন ও কোন ভেন্যুতে সেটিও জানা যাবে অ্যাপটি থেকে।

Talk Doctor Online in Bissoy App