rahimabdur

Call

আপনার সমস্যা শুনে মনে হচ্ছে, আপনার হস্ত মৈথুনের অভ্যাস আছে। যদি থাকে, তাহলে প্রথমত অভ্যাসটা ত্যাগ করতে হবে। প্রতিদিন সকালে ব্যায়াম করবেন। রাতে ১০০% খাঁটি মধু ১০ ফোটা লিঙ্গের গোড়া থেকে সামনে পর্যন্ত মলমের মত ব্যাবহার করবেন তিন মাস। স্বপ্নদোষ হলে সাথে সাথে গোসল করবেন। তাছাড়া অন্য কোনো সমস্যা না থাকলে বিয়ে করার পর এমনিতে ঠিক হয়ে যায়। ভয়ের কিছু নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আগা মোটা বা চিকন হওয়া কোন সমস্যা নয়। একটি মানুষের লিঙ্গের আকার তার স্বাস্থ্য, বংশগতি, জাতি ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে। এটা নিয়ে অধিক চিন্তা করারও কোন দরকার নেই। যৌন মিলনে লিঙ্গের আগা মোটা বা চিকন কোন প্রভাব ফেলে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

লিঙ্গের আগা মোটা গোড়া চিকন কোন

সমস্যা নয়, এটি সাভাবিক তাই এটি নিয়ে

চিন্তিত হওয়ার কিছু নাই।

এটা কোন রোগও না। এটার লিঙ্গের

স্বাভাবিক গঠন। তাই চিকিত্সার ও কোনো

প্রয়োজন নেই। একটি মানুষের লিঙ্গের

আকার তার স্বাস্থ্য, বংশগতি, জাতি ইত্যাদি

বিষয়ের উপরে নির্ভর করে। যৌন মিলনে

লিঙ্গের মোটা বা চিকন কোন প্রভাব ফেলে না। লিঙ্গ উত্তেজনা সংক্রান্ত এমন সমস্যা হয়ে থাকে, ওটা নিয়ে অধিক চিন্তার কোন কারণ নেই. দুশ্চিন্তা পরিত্যাগ করে স্বাভাবিক জীবন যাপন করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। লিঙ্গ শক্ত বা উত্তেজিত হচ্ছেনা কেন এটা ভাবতে থাকলে তো আপনার মনে যৌন উত্তেজনাই আসবেনা। লিঙ্গ উত্তেজিত করার চেষ্টা পরিত্যাগ করুন। মনে যৌন উত্তেজনা এলে লিঙ্গ নিজে থেকেই শক্ততা প্রাপ্ত হয়ে উঠবে।

লিঙ্গ শক্ত না হওয়ার ফলে সঙ্গম করতে না পারলেও সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। 

বিশেষজ্ঞদের মতে লিঙ্গ শক্ত না হওয়ার

জন্য ইরেকশন, রক্ত সঞ্চালন ও মানসিক

শক্তির উপর নির্ভর করে।

গবেষণায়

দেখা সব যৌন রোগীরা মানসিক রোগী বা

মানসিক চাপে, দুর্বলতায় ভুগে। এই

কারনে যৌন বিশেষজ্ঞ ও ও মনোবিজ্ঞানীরা

মনোরোগ ডাক্তারের দের পরামর্শকে বেশি

প্রাধান্য দেয়।

মানুষের শরিরের যেমন রোগ হয়, তেমনি

মনের ও রোগ হয়, বেশির ভাগ রোগের

উত্স ই হচ্ছে মন।

তাই যত বেশি আত্মবিশ্বাসী থাক যায়,

ততবেশি রোগ মুক্ত থাকা যায়।

হামদর্দের

ফ্রোডেক্স লিবিডেক্স ঔষধ দুটি পেনিস স্ট্রং করতে কার্যকরী, ডাক্তারের সাথে কথা বলে

দুটি খেতে পারেন সাথে ভিটামিন ই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ