শেয়ার করুন বন্ধুর সাথে
Call

টুকলি অর্থাৎ নকল একটি খুব খারাপ কাজ। এর জন্য লেখাপড়ার বারোটা বেজে যাচ্ছে। যদি সারা বছর পড়ালেখা করা হয় তাহলে নকল করার দরকার পড়ে না। নকল করলে নকলের প্রতি একটা আসক্তি জন্মাবে। ফলে পরবর্তীতে আরো নকলের ইচ্ছা জাগবে। তারপর নকলে ধরা খেলে বহিষ্কারের আশঙ্কা সিংহভাগ। তাই নকল না করে ভালো করে পড়ুন। নকল রেডি করতে যে সময়ের প্রয়োজন সে সময়ে ঐ বিষয়ের প্রতি একটা স্পষ্ট ধারণা নেওয়া যায়। আমার বাবা বলেন যে নকলের 'ন' এর ধারে কাছে গেলে লেখাপড়া বরবাদ। আর নকল করে পাস করলে এর ফল পরবর্তীতে ভোগ করতে হয়। যে বিষয়ের উপর নকল করবেন সে বিষয়ে আপনার ধারণা থাকতে হবে তা না হলে নকল করেও ভালো ফলাফল পাবেন না। আপনি যে বিষয়ে নকল করবেন সে বিষয়ের উপর ধারণা নিয়ে তার মূল কথা বা এমন কিছু যা দেখলে আপনার বিষয়টি মনে পরবে সেগুলো আপনার আশে পাশে এমনভাবে লিখবেন যাতে কেউ সন্দেহ বা টের না পায়। এটাই সবচেয়ে গোপনীয় পদ্ধতি। এখানেও লক্ষ্য করুন যে আপনি যে বিষয়ে নকল করছেন সে বিষয় পড়তে হবে এবং ধারণা থাকতে হবে। পড়ার বিকল্প নেই। আবারও বলছি নকল না করে ভালো করে পড়ুন। ভালো ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ