আমি নবম শ্রেণিতে পড়ি।শারীরিক প্রতিবন্ধী(পা অকেজো)  হিসেবে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোন কোঠা আছে কি? থাকলে সেখানে কি রকম প্রতিযোগিতা করতে হয়?

আমি সি এস ই নিয়ে পড়তে চাই।এ ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় ভালো হবে; যেটিতে প্রতিবন্ধী কোঠা আছে?

ধন্যবাদ।


শেয়ার করুন বন্ধুর সাথে

যেহেতু তুমি কেবল নবম শ্রেনীতে তো এখন থেকে ভালো করে প্রিপারেট হও। কেননা ভার্সিটিতে পাশ করতে না পারলে কোঠা কোন কাজে আসবে না। যেখানে ৯০% শিক্ষার্থী পাশই করতে পারে না। বেশ কিছু ভার্সিটিতে কোঠা আছে; তো পরীক্ষার জন্যে এখন থেকে বেসিক টাকে মজবুত কর। BEST OF LUCK.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ