মোবাইল দিয়ে আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন না। এজন্য পিসি দরকার।

তবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিছুটা আয় করতে পারেন।

আউটসোর্সিংয়ের প্রধান যে কাজগুলো- যেমন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এসইও ইত্যাদি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। তবে আপনি বিভিন্ন পিটিসি সাইট থেকে আয় করতে পারেন। যেমন, Neobux, Transmoon ইত্যাদি থেকে। এছাড়া গুগলে সার্চ দিলে আরো অনেক পিটিসি সাইটের সন্ধান পাবেন। তবে এক্ষেত্রে যাচাই করে নেবেন, সাইটটি বিশ্বস্ত কি না। এছাড়া আপনি ব্লগার, ওয়ার্ডপ্রেস বা ওয়াপকাতে ব্লগ সাইট খুলে কিংবা ইউটিউব চ্যানেল খুলে সেখানে এডসেন্স ইত্যাদির বিজ্ঞাপন দিয়ে টাকা আয় করতে পারেন। এছাড়াও আপনি মোবাইলে কিছু সফটওয়্যারের মাধ্যমেও সীমিত আয় করতে পারেন। যেমন, WHAFF, mcent, TopitApp, Tuskbucks ইত্যাদি।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি চাইলেই মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন করতে পারবেন।তবে একটু কষ্ট হবে।Wapka.com&Wordpress.com দিয়ে আপনি খুব সহজে মোবাইল দিয়ে ডিজাইন করতে পারবেন ও শিখতে পারবেন।আমি নিজেও মোবাইল দিয়েই ডিজাইন করি।তবে ল্যাপটপ হলে ভাল হয়।

Talk Doctor Online in Bissoy App