আমি ওয়েব ডিজাইনার হতে চাই।যেমন Bissoy.com এর মতো সাইট তৈরি করতে পারবো এবং সফট্যাওর ইন্জিনিয়ারিং কি ওয়েব ডেবলল্টপার কি আমি ssc পরীক্ষার শেষে আমি ওয়েব ডিজাইনার হতে চাই এখন আমাকে কি কি করতে হবে ধাপে ধাপে বলুন
Share with your friends

ভালো ওয়েব ডিজাইনার হলে আপনি অবশ্যই বিস্ময়ের মতো সাইট বানাতে পারবেন।

তবে এর আগে আপনাকে ওয়েব ডিজাইনটা ভালো করে রপ্ত করতে হবে। এজন্য আপনি কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে পারেন, যেখানে ওয়েব ডিজাইন শেখানো হয়। অথবা আইটি বাড়ি থেকে ডিস্ক নিয়ে নিজে নিজে চেষ্টা করতে পারেন।

তবে আমার মনে হয়, প্রফেশনাল কাজ করতে চাইলে প্রশিক্ষণ নেওয়াই ভালো। 

উল্লেখ্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হল, যারা সফটওয়্যার তৈরি করেন, এডিট করেন এবং এর আনুষঙ্গিক কাজগুলো সারেন। 

আর ওয়েব ডেবেলপার হল, যারা ওয়েবসাইটের উন্নয়ন করেন, এর উচ্চপর্যায়ের কাজগুলো করেন এবং ওয়েবসাইটকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। 

Talk Doctor Online in Bissoy App

ওয়েব ডিজাইন শিখলে আপনি ওয়েব সাইট সহজেই তৈরী করতে পারবেন। এর জন্য আপনাকে ভালো ভাবে ওয়েব ডিজাইন শিখতে হবে।তার জন্য আপনাকে html.css.php.javascrip সম্পকে ধারনা থাকতে হবে।

আপনার ইংরেজী এবং কম্পিউটারের মোটামুটি ধারনা 

থাকলে ভাল  কোন ইনষ্টিটিঊটে ভর্তি হয়ে যান।

আপনাকে অবশ্যই দৈনিক ৬ঘন্টা প্রাকটিস করতে হবে।

Talk Doctor Online in Bissoy App