আপনার এই সুন্দর প্রশ্নটির জন্য ধন্যবাদ ।নিউটনের সূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ।এক্ষেত্রে ক্রিয়া বল হয় ধনাত্নক এবং যেহেতু প্রতিক্রিয়া বল বিপরীতমুখী সেহেতু প্রতিক্রিয়া বল হয় ঋণাত্নক ।ধরা যাক ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 তাহলে নিউটনের সূত্রানুসারে সমীকরণটি দাড়ায় F1=-F2 এখানে সমীকরণ পক্ষান্তর করে পাই F1+F2=0 তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একত্রিত করে শূন্য করা যায় না । আশা করি উত্তরটা পেয়েছেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ