বর্ণমালা সিমের জন্য রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে টেলিটক নাম্বার থেকে একটা এসএমএস করতে হয় কিন্তু আমার কোন টেলিটক সিম নেই তাই কেউ যদি আমাকে একটু হেল্প করতেন খুব উপকৃত হতাম । 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এজন্য আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে|ভোটার আইডি কার্ডের ফটোকপি,পাশপোর্ট সাইজ ছবি ও সিম নিয়ে যেতে হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

http://bornomala.teletalk.com.bd এই ওয়েব সাইটে গিয়ে আপনি রেজিস্টেশন করতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই লিংকে ভিজিট করুনঃ http://bornomala.teletalk.com.bd/application.php

SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে নিম্নোক্ত ফরম্যাট অনুসরণ করুনঃ

BOR <space> SSC Board(first 3 letters) <space> SSC ROLL <space> SSC passing year <space> SSC registration no. <space> contact no (Any operator)। এসএমএসটি যেকোন টেলিটক নাম্বার থেকে ১৬২২২ সেন্ড করতে হবে।

#সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবেঃ
-টেলিটক কর্তৃক সিম উত্তোলনের মেসেজ
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে।


বিদ্রঃ আগে এস এম এস করতে হবে তারপর লিঙ্কে গিয়ে ফরম পূরণ করতে হবে। আর এখন রেজিস্ট্রেশন চলছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ