আমর বয়স ২১ একুশ । আমার মাথায় বিড়াট সমস্যা প্রায় ৮ বছর ধ‌রে আমার এই সমস্যা মাথায় প্রচুর প‌রিমানে চামড়া । মাথায় সব সময় পর্দার মত প‌রে থা‌কে , মাটি‌তে হা‌তের নখ দ্বারা আচর দি‌লে ন‌খে যে ভা‌বে মা‌টি প্র‌বেশ ক‌রে , মাথায় আংগুল দ্বারা টান দি‌লে সে ভাবে চামড়া বা খুশ‌কি আ‌সে । এবং এই চামড়ার কার‌নে সব চুল প‌ড়ে যায়। আ‌মি ক‌য়েক বার মাথা শেভ অর্থাৎ ন্যা‌রো করে ফে‌লে ছিলাম । এটা কর‌লে কিছু‌দিন চুল পড়া বন্ধ থা‌কে , আর যে চুল টা প‌ড়ে যায় সে চুল টার গুড়া চিকন থা‌কে , কিছু কিছু প‌ড়ে যাওয়া চু‌লের গুড়ায় চাউ‌লের মত সাদা ছোট এক প্রকার দানার মত কিছু একটা দেখা যায়। চুল প‌ড়ে মাথা প‌রিস্কার হয়ে যা‌চ্ছে ,, আ‌মি য‌দি কোন কার‌নে একদিন গোসল না ক‌রি পর দিন মাথা সুদু প্রচুর প‌রিমা‌নে চুলকায় , ম‌নে হয় মাথায় লক্ষ লক্ষ উকুন অ‌নেক বে‌শি চুলকায়। মাথায় খুশকির এক‌টি আবরন পড়ে যায় । তাই মাথা চুলকায়, গোসল করার সময় হাতের নখ দ্বারা আচ‌ড়ি‌য়ে আচ‌ড়িয়ে সব খুস‌কি প‌রিস্কার ক‌রে গোসল কর‌লে চুলকা‌নি থে‌কে মুুক্তি পাওয়া যায়। এভা‌বে প্র‌তি‌দিন গোসল করার সময় খুস‌কি প‌রিষ্কার কর‌তে হয় , এ‌তে আমার অ‌নেক সময় ও অপচয় হয় । পেয়া‌জের রস ও ব্যবহার ক‌রে‌ছি উপকার পাই‌নি । আ‌মি কিভা‌বে এই সমস্যা থে‌কে মু‌ক্তি পাব ? কেউ আমা‌কে স‌ঠিক ভা‌বে বিস্তা‌রিত জা‌নি‌য়ে হেল্প করুন , আ‌মি চির কৃতজ্ঞ থাকব । ক‌ঠিন সমস্যায় ভোগতে‌ছি । এখন আমার কর‌নিয় কি , ? দয়া ক‌রে বিস্তা‌রিত জানা‌বেন ।
Share with your friends

আপনি মাথার খুশকি দূর করতে এই স্যাম্পুটি ব্যবহার করুন ২ দিন পরপর । http://beautifulwithbrains.com/wp-content/uploads/2014/11/head-shoulders-classic-anti-dandruff-shampoo.jpg আর মাথায় ক্যাস্টর অয়েল লাগাবেন, ক্যাস্টর অয়েল খুব ঘন হওয়ায় নারিকেল তেলের সাথে মিশিয়ে একদিন পরপর লাগাবেন । আর ঔষুধ হিসেবে ই-ক্যাপ ৪০০ এমজি প্রতিদিন রাত্রে ১ টা করে খাওয়ার পর খাবেন । আর প্রচুর পানি পান করুন ।

Talk Doctor Online in Bissoy App