আপনি এখন কোন পর্বে আছেন সেটা লিখেন নি।ডুয়েটে অ্যাডমিশন পাওয়ার জন্যে পরিশ্রম অবশ্যই করতে হবে।এবং সেটা টেক ও নন-টেক দুটোতেই।টেক এর ক্ষেত্রে টুল অ্যান্ড মেটাল কাটিং,মেকানিক্স,হাইড্রলিক্স,ফাউন্ড্রি,থার্মোডাইনামিক্স,স্ট্রেংথ,প্রডাকশন,মেকাট্রনিক্স এই বিষয়গুলো ভাল ভাবে জানতে হবে।আর নন টেক এ বাংলা,ইংরেজি,ম্যাথ,ফিজিক্স,কেমিস্ট্রি তো জানতেই হবে খুব ভাল করে।আর যদি কোচিং করতে যান ওনারাই আপনাকে আরো ভাল করে বুঝিয়ে দিবে।আশা করি উত্তর পেয়ে গেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ