JunedAhmed3

Call

আমরা যারা স্কুল পেড়িয়ে কলেজে পা রাখি সবার আগে যে জিনিসটার অভাব বোধ করি তা হল টাকা।বাবার দেওয়া হাত খরচের টাকায় মনস্তাত্ত্বিক ভাবে ঠিক পুষিয়ে উঠতে পারে না।অনেকেই অনেক ভাবে চেষ্টা করে এই অভাব পুরন করতে।মধ্য বয়সে এসে অনেকের কাছে এই সমস্যা আরও প্রকট আকার ধারন করে,বিশেষ করে মধ্য বিত্ত ও নিম্ন মধ্য বিত্ত ঘরের যুবকদের।বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যুব সমাজের কাছে ইন্টারনেট থেকে উপার্জন করাটা বেশ আকর্ষনীয় হয়ে উঠেছে।কিন্তু আমাদের অনেকের কাছেই কম্পিউটার থাকে না বিধায় এই ইচ্ছা ইচ্ছাই থেকে যায়।

প্রযুক্তির অবদান গুলোর মধ্যে অন্যতম অবদান হচ্ছে স্মার্ট মোবাইল ফোন বা স্মার্ট ফোন।আন্ড্রয়েড নির্ভর স্মার্ট ফোন এখন অনেকটা কম্পিউটারের কাছাকাছি।আমরা সহজেই এক জায়গা থেকে আর একজায়গায় বহন করতেও পারি।আমাদের হাতের এই স্মার্ট ফোনই যদি হয়ে ওঠে আমাদের আয়ের উৎস তাহলে কেমন হয়?

অনলাইন এ অনেক কাজ আছে।এর মধ্যে সহজ কাজ হল পি.টি.সি।পি.টি.সি মানে হল পে টু ক্লিক।অর্থাৎ শুধু ক্লিক করার জন্যউ আপনাকে পে করবে মানে টাকা দেবে।আর এই কাজটি আপনি খুব সহজেই আপনার স্মার্ট ফোনে করতে পারবেন।সাইন আপ করার পর লগইন করলেই দেখবেন আপনাকে কিছু লিঙ্ক দিয়েছে যেখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট এ টাকা জমা হবে।ক্লিক ছাড়াও রেফার করলেও আপনাকে কিছু শতাংশ দেবে যা আপনার রেফার করা ব্যক্তি উপার্জন করবে।

যেমন এ লিঙ্ক www.clixsense.com

Talk Doctor Online in Bissoy App

আউটসোর্সিং করে আয় করতে পারেন।আর অনেক ইমকাম সাইট আছে যা সব ফ্যাক।তাই ওগুলোতে সময় নষ্ট না করে ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন শিখে আউটসোর্সিং করা অনেক উত্তম হবে

Talk Doctor Online in Bissoy App