ধৈর্য আর ইচ্ছা থাক‌লে একজন সাধারন ছা‌ত্রের প‌ক্ষেও সিএ করা সম্ভব। কিন্তু আমা‌দের দে‌শের প্রেক্ষাপ‌টে এই করার পথটা একটু জ‌টিল। আমা‌দের দে‌শের বে‌শির ভাগ প‌রিবারই মধ্য‌বিত্ত/‌নিন্ম মধ্য‌বিত্ত। আর তাই মা বাবা আশা ক‌রে সন্তান স্নাতক শেষ ক‌রে চাক‌রি কর‌বে, তথা প‌রিবা‌রের হাল ধর‌বে। তাই স্নাতক শেষ ক‌রে তিন বছর মেয়া‌দি সিএ করা অ‌নেক সময় ক‌ঠিন হ‌য়ে দাড়ায়। তাছাড়া সিএ কোর্স‌টি মোটা‌মো‌টি ক‌ঠিন। ত‌বে এইসব প্র‌তিকুলতা দূর ক‌রে নি‌জের ইচ্ছা শ‌ক্তি এবং ধৈর্য নি‌য়ে কেউ য‌দি এই কো‌র্সে ভর্তী হয়, ত‌বে অবশ্যয় তার প‌ক্ষে কৃতকার্য হওয়া সম্ভব। যে‌কোন বিষয় থে‌কে স্নাতক ক‌র‌লেই সিএ পড়া যায় ত‌বে হিসাব‌বিজ্ঞা‌নে অনার্স কর‌লে সিএ পড়‌তে বে‌শি সু‌বিধা হয়।

Talk Doctor Online in Bissoy App