Call
মোট সাবজেক্টস ৭ টি। এর মধ্যে আই সি টি ১ম ও ২য় বছর 
মিলে ১ টি আর বাকিগুলো ১ম বছর এক পত্র আর ২য় বছর
আরেক পত্র।  মানে ৬ বিষয় ২ পত্র করে মোট। ১২ আর আই
সি টি দিয়ে মোট ১৩ টা পরীক্ষা হবে ফাইনালে। 
এখন আসি আবশ্যিক আর অপশনাল এর কথায়।
৭ টি সাবজেক্টস এর মধ্যে 
১) বাংলা 
২) ইংরাজি
৩) আই সি টি
এই তিনটি সব গ্রুপের জন্য বাধ্যতামুলক
ব্যবসায় শিক্ষার স্টুডেন্টদের জন্য
৪) হিসাব বিজ্ঞান
৫) ম্যানেজমেন্ট
এই দুইটি ও আবশ্যিক।
 বাকী রইল ২ সাবজেক্ট।
মার্কেটিং / ফিনান্স এর একটি
আর কৃষি/অর্থনীতি এর একটি নিতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ