ফ্রীল্যান্সারদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি পেমেন্ট এর মাধ্যম হচ্ছে এই পেওনার কার্ড। যার মাধ্যমে ফ্রীল্যান্সাররা যেকোন সময় তাদের উপার্জিত টাকা তুলতে পারেন। মূলত পেওনার কোম্পানী তাদের রেজিষ্টার্ড মেম্বারদের জন্য ফ্রী মাস্টারকার্ড ডেবিট ইস্যু করে থাকে। তাই ফ্রীল্যান্সাররা তাদের জমানো টাকা নির্দিষ্ট কিছু ফি দিয়ে যেকোন মাস্টারকার্ড লোগো চিহ্নিত এটিএম বুথ থেকে তুলতে পারে। বাংলাদেশের ফ্রীল্যান্সারদের জন্য ও বর্তমানে এটি খুব উপকারী, যেহেতু পেপাল বাংলাদেশে এখনো পর্যন্ত চালু হয়নি।

যেকোন ফ্রীল্যান্সার(যারা অনলাইন এ বিভিন্ন ওয়েবসাইট- ওডেস্ক, ফিভার, পাবলিশার ইত্যাদির মাধ্যমে উপার্জন করে থাকেন) এই কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। তাছাড়াও পেওনার এফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমেও আবেদন করতে পারবেন, যদিও এটি আপনি সরাসরি করতে পারবেন না। অন্য আরেকজন পেওনার মেম্বার এর রেফার এর মাধ্যমে এটি করা যাবে।

Talk Doctor Online in Bissoy App