Share with your friends

CA কো‌র্সের সময়ঃ গ্রাজুয়েশন করে আসলে ৩ বছর এর কোর্স, রেজিস্ট্রেশন এর দিন থেকে ৩ বছর গননা করা হয়। আর যারা গ্রাজুয়েশন করে নাই তাদের জন্যঃ ক। এইচএসসি পাশ করা স্টুডেন্টদের ক্ষেত্রে ৪ বছর খ। এ-লেভেল এর স্টুডেন্টদের যদি ৩ টা বিষয়ে এ থাকে তাহলে তাদের জন্য ৩.৫ বছরের কোর্স। কিন্তু ৩টা না থাকলে তখন আবার ৪ বছর এর কোর্স করতে হবে। কোর্সের ফিঃ আপনাকে রেজিস্ট্রেশন করার সময় ৩০,০০০ টাকা দিতে হবে। এই ফি এর মধ্যে আপনার প্রথম লেভেল এর বই আছে এবং কোচিং ক্লাস এর ফিও আছে। এরপর যখন পরীক্ষা দিবেন তখন পরীক্ষার ফি হিসাবে প্রতি বিষয়ের জন্য ১,৩০০ টাকা দেয়া লাগে। কিন্তু আপনি যদি ৭টা বিষয়ই দেন তাহলে ৮,৫০০ টাকা হয় মোট ফি। এরপর যখন নলেজ লেভেল পাশ করে এ্যাপ্লিকেশন লেভেল এ যাবেন তখন ১৫,০০০ টাকা দিয়ে কোচিং ক্লাস এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে, আর বই কিনতে হবে ৪,৫০০ টাকা দিয়ে। আবার পরীক্ষা দেয়ার জন্য প্রতি বিষয়ে ৩,০০০ টাকা ফি দিতে হবে। আবারও আপনি যদি এক সাথে সব বিষয়ের পরীক্ষা দেন তাহলে ১৮,০০০ টাকা দিলেই হবে। এডভান্স লেভেল এর জন্যও ক্লাশ ফি ১৮,০০০ টাকা আর প্রতি বিষয়ের জন্য পরীক্ষা ফি ৫,০০০ টাকা। তবে সর্বমোট ১০,০০০ টাকা। পারিতোষিকঃ সাধারনত আপনি যে ফার্মে কাজ করে থাকেন তারা আপনাকে হাত খরচ হিসাবে সামান্য পারিতোষিক দেয়া হয়ে থাকে। আইসিএবির নিয়ম অনুযায়ীঃ ক) রেজিস্ট্রেশনের পর থেকে ১ বছর পর্যন্ত ৩,০০০ টাকা/প্রতি মাস খ) রেজিস্ট্রেশনের ১ বছর পর থেকে ২ বছর পর্যন্ত ৩,৫০০ টাকা/প্রতি মাস গ) রেজিস্ট্রেশনের ২ বছর পর থেকে ৩ বছর পর্যন্ত ৪,০০০ টাকা/প্রতি মাস ঘ) রেজিস্ট্রেশনের ৩ বছর পর থেকে ৪,৫০০ টাকা/প্রতি মাস সামান্য হিসাবঃ আপনি আপনার পুরো কোর্সের মধ্যে পাবেনঃ ৩,০০০*১২+৩,৫০০*১২+৪,০০০*১২= ১২৬,০০০ টাকা আর আপনি যদি প্রতি দুবার পরীক্ষা দিয়ে দুটি লেভেল পাশ করেন তাহলে খরচ হবেঃ ৩০,০০০+৮,৫০০+৮,৫০০+১৫,০০০+১৮,০০০+১৮,০০০= ৯৮,০০০ টাকা অর্থাৎ আপনার ২৮,০০০ টাকা সঞ্চয় হবে। আর ২টা লেভেল পাশ করার পরই এখন বেশ ভালো চাকুরি পাওয়া যায়। বোনাসঃ আপনি অডিট করার জন্য অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন, যেমন সিলেট, চিটাগাং, কক্সবাজার, রাঙামাটি এবং অন্যান্য এবং তাও আবার অফিসের খরচে।

Talk Doctor Online in Bissoy App