ঢাকায় ভার্সিটিতে অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করলে কোন ইউনিটে ফর্ম তুলতে হবে ? আর হ্যাঁ ভার্সিটি এবং কলেজ (যেমন ধরুন ঢাকা কলেজ) এর তুলনা মূলক লিখা-পড়ার খরচ কম কোনটিতে এবং এই চার বছরে তা কতো লাগতে পারে ?? উত্তরগুলো পেলে খুবই উপকৃত হবো ।
শেয়ার করুন বন্ধুর সাথে

♦ 'গ' ইউনিট এ ফর্ম তুলতে হবে,এই বিষয়ের মোট আসন  সংখ্যা ১৬০টি।এটি শুধুমাত্র ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ।

♦'ঘ' ইউনিট থেকে সব বিভাগের ছাত্রছাত্রী ফর্ম তুলতে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনাকে c ইউনিটে ফরম তুলতে হবে এবং আপনি যদি কোন বেসরকারি কলেজে অনার্স করুন তবে গড়ে খরচ হবে ২০০০০ হাজার।। আমার কলেজে খরচ হয় ১৮৮০০ টাকা।ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ