আনিকা

আনিকা

আনিকা

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 16.96k বার দেখা হয়েছে | এই মাসে 16.96k বার
11 টি প্রশ্ন দেখা হয়েছে 15.62k বার
1 টি উত্তর দেখা হয়েছে 1.34k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 5 টি প্রিয়

Recent Q&A

ব্রণ সমস্যার সমাধান চাই?

দীঘ ৪ বছর ধরে ব্রণ সমস্যা বুগছি। অনেক কিছু করে ও ভালো ফলাফল পাইনি। অনেক ফেসওয়াস ও ক্রিম ব্যবহার করে ও কাক্খিত ফল পাইনি। দিন দিন আমি ভেঙ্গে পরছি এই সমস্যা টা নিয়ে। আর পারছি না। গত ১১-৮-১৭ তারিখে একজন হোমিও ডাক্তার কাছে যাই। ওনার ঔষুধ খাচ্ছি। পরে দেখতেছি ব্রণ আরো বাড়তেছে। ওনাকে বলেছি উনি বলেছেন ঔষুধ কাজ করতেচে তাই এই অবস্থা। এখন আমি কী করবো আমায় সাহায্য করেন। তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি এই সমস্যা জন্য 0 likes | 3063 views

ডেক্সটপ সম্বন্ধে ?

৩০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ কেনার ইচ্ছে ছিলো কিন্তু অনেকেই বলছিলো ডেক্সটপ বেটার হবে । বড় সাইজের গেমস্, নেট ব্রাউজিং, ফটো ভিডিও এডিটিং, গ্রাফিক্স ইত্যাদি কাজ করতে গেলে বেগ পেতে হবে না এমন ডেক্সটপ কিনতে হলে কোন কোন দিকটা খেয়াল রাখতে হবে ? আর ৩০ হাজার টাকার মধ্যে ভালো ডেক্সটপের ডিটেইস সহ সাজেট করুন প্লিজ । 0 likes | 2657 views

ল্যাপটপ সংক্রান্ত প্রশ্ন জানাতে চাই, আপনাদের জানা থাকলে দয়া করে সাহায্য করুন ?

আমি একটি ল্যাপটপ কিনতে চাই, ৩০হাজার টাকার মধ্যে সবথেকে ভালো হবে কোনটা ? ল্যাপটপে ইন্টারনেট ব্রাউজিং, ফটোশপ, ভালো মানের গেমস স্মুথলি খেলা যাবে এবং ক্যামেরা যেন ভালো হয় । আপনাদের কারো জানা থাকলে দয়া করে ল্যাপটেপের ডিটেল্স সহ সাজেট করুন । 0 likes | 2507 views

জ্বর প্রসঙ্গে?

আমার বয়স ২০ বছর, উচ্চতা ৫ফুট ৬ইঞ্চি । আমার সমস্যাটি হচ্ছে যে, গত তিনদিন থেকে আমার জ্বর এবং তা আজও আছে । জ্বরের তাপমাত্রা বাড়ে আবার কমে । বিষেশ করে দুপুরে এবং রাতে জ্বর থাকে এবং সকালে আর বিকেলে একদম কমে যায় । দুপুরের পূর্বে জ্বর নেই মনে করে গোসল করতে গিয়ে শরীরে পানি ঢাললে এতো ঠাণ্ডা লাগে যেন শীতের সকালে গোসল করছি । ঘাড়, মাজায় এবং মেরুন্ডে ব্যথা আছে । প্রচুর খিদে পাচ্ছে, ভাত খাওয়ার কিছুক্ষণ পরেই মনে হয় যেন পেটে কিছুই নেই । পেসাব করতে গেলে জ্বালা করছে । প্রচণ্ড বেগে পেশাব চেপে রাখতে গেলে তল পেটে যেমনটা ব্যথা অনূভব হয় ঠিক ঐরকম ব্যথা আমার পেটে হচ্ছে । কাত অথবা চিৎ হয়ে বেশিক্ষণ শুয়ে থাকলে ব্যথাটি বেশি টের পাওয়া যায় । জ্বর আসার পূর্বে এমনটা ছিলো না । প্রথমে প্যারাসিটামল বিপি ৫০০ খেয়েছি তবে তেমন কাজ হয়নি । এই ধরণের জ্বর অন্য কোনো রোগের লক্ষণ কিনা তা জানতে ইচ্ছে করছে আর এখন আমাকে কী কী করতে হবে বা কোন ঔষধগুলো সেবন করতে হবে তা জানালে খুবই উপকৃত হবো । 0 likes | 2964 views

কুয়েতে যাওয়া প্রসঙ্গে ?

আমার এক আত্মীয় কুয়েত যাওয়ার জন্য আজ ঢাকায় গেলো ফিঙ্গারিং বা এই টাইপের কিছু একটা করতে । আমার প্রশ্ন হচ্ছে কুয়েতে নাকি লোক নেওয়া বন্ধ তাহলে সে কী ভাবে যাচ্ছে ? 0 likes | 3102 views

চুলের যত্নে লেবুর রস ?

চুলের যত্নে (চুল পরে যাওয়া কমাতে) মাথায় লেবুর রস ব্যবহার করার নিয়ম কী ? 0 likes | 5362 views