আপনার বাচ্চার কত ওজন সেটা আপনি বললে ভাল হতো। তবে  ৮ মাসে বাচ্চার ওজন সর্বোচ্চ ৮ কেজি হলে ভাল। আর আপনার বাচ্চাকে প্রতিদিন পুষ্টিকর সমৃদ্ধ খাবার দিন এবং মায়ের দুধ সঠিক ভাবে যেন পায় সেদিকে খেয়াল রাখুন। আর তার ঘুম যেন ভালভাবে হয়। আর তা না হলে ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
NeellSadik

Call

প্রশ্নটি স্পষ্ট হয়নি।
আপনি বলতেছেন "আমার বাচ্চার বয়স অনুযায়ী ওজন কম" অর্থাৎ বয়ষ অনুপাতে ওজন কতটুকু হওয়ার কথা সেটা আপনার জানা আছে।

আবার জিজ্ঞেস করতেছেন "৮ মাস ১৪ দিন বয়সে তার কত ওজন থাকার কথা" অর্থাৎ বয়ষ অনুপাতে ওজন কতটুকু হওয়ার কথা সেটা আপনার জানা নেই।

আমার মনে হয় আপনি বলতে চেয়েছেন_
আপনার বাচ্চা আপনার কাছে হালকা দেখাচ্ছে, আট মাস বয়ষে তার ওজন কত হওয়ার কথা?

বয়ষ অনুপাতে গড় ওজনে আপনার বাচ্ছা ছেলে হলে ৮.৫০ কেজি, এবং মেয়ে হলে ৮ কেজি হওয়ার কথা।

আপনার বচ্চার সঠিক ওজন যদি গড় ওজনের চেয়ে অনেক বেশি পার্থক্য দেখা দেয় তাহলে এখান থেকে কোন ধরনের টিপছ না নিয়ে একজন শিশু এক্সপার্ট এর সাথে যোগাযোগ করবেন।
আর, বাচ্চাকে মায়ের দুধ এর পাশাপাশি যেকোনো ধরনের ভালো খাবার খাওয়াবেন এবং তাদের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া দরকার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ