অামার বয়স সার্টিফিকেট অনুযায়ি ১৭ বছর ৪ মাস, অার অামার gf এর বয়স ১৭ অামরা দুজন বিয়ে করতে চাই,অাইন অনু্যায়ি তো কোর্ট ম্যারেজ করতে পারবো না, তাহলে অামরা কোন উপায় এ বিয়ে করতে পারবো,,,, উওর দিন দয়া করে??
Share with your friends

আসসালামু আলাইকুম,

জ্বী ভাই আপনারা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আইনগতভাবে বিবাহ করার অধিকারী নন।আর যা করায় আপনি অধিকারী নন সেটা কিভাবে করবেন এই প্রশ্নটাই অমূলক এবং একাধারে অবৈধ কেননা আপনি নিশ্চই সেক্ষেত্রে বয়স লুকিয়ে কিছু করার চিন্তা করছেন। 

তবে হ্যা ভাই আপনারা বিয়ে করতে পারেন যেটা আইনগত স্বীকৃতি না থাকলেও ধর্ম মতে বিয়ে হবে এবং সঠিক বয়সে আইনগত স্বীকৃতিও নিতে পারবেন। এক্ষেত্রে আপনি কোন ইমাম/মোল্লা সাহেবের দ্বারস্থ হয়ে বিবাহ স্মপন্ন করবেন এবং প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তা বিবাহ রেজিষ্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করিয়ে নেবেন।সাধারনত এ ধরনের বিয়ে পারিবারিক ভাবেই হয়ে থাকে,পালিয়য়ে বিয়ে করার কথা ভাববেন না আইনী ঝামেলায় পরবেন।

আর একটা বিষয় সমাজ ব্যাবস্থা ও বাস্তবতার নিড়ীখে আপনার বিয়ের বয়স এখনো দেড়ি আছে,অধৈর্য না হয়ে অপেক্ষা করুন,জীবন নষ্ট করবেন না,পরিবারকে কষ্ট দিয়েন না।

ধন্যবাদ

এড্য. মো:এমদাদুল হানিফ

Talk Doctor Online in Bissoy App