আমি একটা নতুন wadpress দিয়ে ওয়েব সাইট করলাম কিন্তু ওয়েব সাইটে avro দিয়ে বাংলা পোস্ট বা নতুন catagori পেজ etc বানানো যায় না বানালে এমন হয় ????????????? আমি কি এবং কি প্রথম আলো পেপারের নিউজ copy করলেউ ???? এমন আসে প্লিজ হেল্প? ব্রাউজার চেঞ্জ করছি kyboard ও কিন্তু কাজ হয় না আবার অন্য ওয়েব সাইটে কাজ হচ্ছে....একই kybord brawser দিয়ে প্লিজ হেল্প? প্লিজ?।।
Share with your friends

ওয়ার্ডপ্রেস এর থিমগুলোতে সাধারণত এই সমস্যা হয়না। অনেকসময় notepad++ এ কোডিং করার সময় এমনটা ঘটে, তবে "incode in UTF-8" এই অপশন সিলেক্ট করে নিলে সমস্যার সমাধান হয়ে যায়। তবে ওয়ার্ডপ্রেস এ এমনটা হয়না। আপনি ওয়ার্ডপ্রেস টা আবার রি-ইন্সটল করেন এবং অবশ্যই আপডেট ভার্সন দিয়ে। ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে।

ধন্যবাদ  

Talk Doctor Online in Bissoy App