s ব্লক ভুক্ত মৌল গুলোর শিখা পরীক্ষায় বিভিন্ন বর্ণ সৃষ্টির কারণ নিচে দেয়া হলোঃ
সোডিয়ামের ক্ষেত্রে সোনালি হলুদ শিখা সৃষ্টির কাতণ হলো ক্ষণস্থায়ী সোডিয়াম পরমাণুর ৩ এস অরবিটাল থেকে ৩ পি অরবিটালে ১ টি ইলেকট্রন স্থানান্তর এবং স্বল্প সময়ের ব্যবধানে ৩ এস অরবিটালে ঐ ইলেক্ট্রনের প্রত্যাবর্তন। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম পরমানুর আকার অপেক্ষাকৃত ছোট এবং এদের আয়নীকরণ শক্তি বেশি। তাই এদের ইলেকট্রন গুলি শিখা থেকে শক্তি সংগ্রহ করে উচ্চ শক্তিস্তরে যেতে পারে না ফলে এরা শিখা পরীক্ষায় কোন বর্ণের সৃষ্টি করে না। (এছাড়া আর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না।)
তথ্যসূত্রঃ রসায়ন ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণী) 
Talk Doctor Online in Bissoy App