Waruf

Call

দেখুন ওয়ার্ডপ্রেস শেখা বলতে যদি আপনি ওয়ার্ডপ্রেস ডট কমের হোস্টেড এর সাবডোমেইন এর ফ্রি সাইট কাস্টমাইজেশন শিখতে চান সেখানে কোডিং এর দরকার নাই তাই মোবাইল দিয়া পারলেও পারতে পারেন। কিন্তু যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়ারজি এর সিএমএস কাস্টমাইজ শিখতে চান তবে অবশ্যই পিএইচপি শিখতে হবে।

যেহেতু পিএইসপি সার্ভারসাইড স্ক্রিপ্টিংং ল্যাঙ্গুয়েজ তাই অবশ্যই আপনাকে পিএইসপি, মাই এস্কিওয়েল সাপোর্টেড সার্ভার সফটওয়ার লাগবে। কাজেই মোবাইলে যদি আপনি এই সার্ভার পান তাহলে শিখতে পারবেন। আর না পাইলে হবেনা।  হ্যা এন্ড্রয়েডে অনেক লোকাল সার্ভার এপস আছে কিন্তু সেগুলো শুধু http পোর্ট করে পেজ দেখাতে পারে ।  মাই স্কিওয়েল পিএইচপি নাই।  

এখানে সাহায্য পেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App