Call

আসলে চুল পড়তে থাকলে তা আবার গজানোর সম্ভাবণা তেমন নেই । আগে চুল পড়া রোধ করতে হবে । নানা রকম তেল না মেখে সবসময় একই তেল মাথায় দিতে হবে । তাতেও যদি চুল পড়া না থামে তবে মাথায় তেল মাখা বন্ধ করে দিতে হবে । খাঁটি তেলের সাথে ভিটামিন 'ই' ক্যাপসুল মিশিয়ে নিলে টাক মাথায় কিছুটা চুল গজাতে পারে । স্বাভাবিক উপায়ে মাথায় চুল গজানো সম্ভব হলে দুনিয়াতে কারো টাক থাকতো না । বর্তমানে মেশিনের সাহায্যে মাথায় চুল গজানো সম্ভব হচ্ছে , তবে তা খুবই খরচ সাপেক্ষ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

চুল পড়ার ঔষধ অলরেডি আবিষ্কার

হয়েছে।

ঘুমের কোন ঔষধ আজো অবধি

আবিষ্কার হয়নি!!!


তাহলে সবাই তো বলে

ঘুমের ঔষধ আছে তাহলে কি তারা মিথ্যা

কথা বলে?


আসলে ঘুমের কোন ঔষধ নাই, ঘুম

আল্লাহর নিয়ামত, এ জন্য ঘুম কেন হয়

না, বিজ্ঞানীরা ঘুম না হওয়ার ঔষধ

আবিষ্কার করেছে, তাই সেই ঔষধ খেলে

আমাদের ঘুম হয়।



ঘুম হওয়ার ঔষধ আবিষ্কার করবেনা, কারন

ঘুম প্রাকৃতিক।


ঠিক তেমনি চুলের ক্ষেত্রে ও চুল কেন

পড়ে সেটার ঔষধ আবিষ্কা হয়ে গেছে

সেই অনুযায়ী চিকিত্সা দেওয়া হয়।

আলাদা কেন আবিষ্কার করবে, এটাও তো

প্রাকৃতিক।

চুল কেন পড়ে যাচ্ছে সেটার ঔষধ

আবিষ্কার হয়েছে।


এর পরও না বুঝলে মন্তব্য করবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ