আমি একটা মোবাইলে চার্জার কিনতে চাই, যে চার্জার দিয়ে খুব কোম সমায়ে মোবাইল চার্জ হবে, কোন চার্জার কিনবো? আর যে চার্জর দিয়ে ফোন তারাতারি চার্জ হই সে চার্জার দিয়ে ফোন চার্জ দিলে কি ফোনের কোন ক্ষতি হবে?? আমি কি ভাবে বুজব যে এই চার্জার দিয়েই খুব তারাতারি চার্জ হবে? চার্জার যত বেশি ওয়াড হবে ততই কি তাড়াতাড়ি চার্জ হবে??
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি একটি active charger কিনেন খুব আমি নিজে ও use করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

1) খুব কম সময় চার্জ হয় এমন চার্জার

কিনবেন না।


2) অরিজিনাল চার্জার কিনবেন।


3) তা না হলে ফোনের ক্ষতি হবে।


4) তাই আপনার বুঝার দরকার নাই।


5) বেশি ওয়ার্ডের চার্জার ভাল নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ