Call

গত পরীক্ষার নিয়ম অনুযায়ী- আই.কিউ টেষ্ট পরীক্ষা ১০০ নম্বরের | পরীক্ষার প্রশ্নটা ১টা বইয়ের মত যা পরীক্ষা শেষে জমা দিতে হয় | ৪টা অপশন থাকে এবং খাতায় সঠিক উত্তর লিখতে হয়ে ইংরেজি ১০-১২টা থাকে এর শব্দের অর্থ,বিপরীত শব্দ,সামর্থক শব্দ,সঠিক বাক্য নিবার্চন সহ আরো অনেক প্রশ্ন থাকে | আই.কিউ টেষ্টে পাশ করলে পরবর্তীতে লিখিত ইংরেজি পরীক্ষা হয় এতে রচনা,পত্র লেখা সহ আরো প্রশ্ন থাকে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে ১০০ মার্কের আই-কিউ নৈর্বক্তিক।

নির্বাচিত হলে, ৫০ মার্ক এর রিটেন।

নন টেকনিক্যাল এর জন্য শুধু ইংরেজী রিটেন।আর টেকনিক্যাল হলে,গনিত+পদার্থ+রষায়ন +ইংরেজী রিটেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ